২ বছর প্রেগন্যান্সির পর ছাগলের 'জন্ম' দিলেন নারী!

ভয়ানক অন্যরকম খবর February 19, 2017 1,488
২ বছর প্রেগন্যান্সির পর ছাগলের 'জন্ম' দিলেন নারী!

প্রতীকী ছবি


প্রেগন্যান্সি চলে টানা ২ বছর। অতঃপর সেই নারী একটি ছাগল ছানার 'জন্ম' দিয়েছেন। ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ নাইজেলিয়ায়।


খবরে বলা হয়েছে, ওই নারীর বাড়ি দেশটির পোর্ট হারকোর্ট শহরে। সংবাদ মাধ্যমের দাবি, ২ বছর গর্ভবতী থাকার পর ওই নারী নাকি সাহায্যের জন্য কমিউনিটি সেন্টারে যান। সেখানে স্থানীয় এক যাজক বিনা খরচে স্বাস্থ্য কেন্দ্র খুলেছেন। সেখানে নাকি তার গর্ভযন্ত্রণা শুরু হয়। তারপর ভিড় করে সকলে দেখে, ছোট্ট একটা ছাগলের মত জন্তু ‘জন্মেছে’।


‘খবরটি’ প্রথমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপর প্রকাশিত হয় দেশের সংবাদমাধ্যমে। তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।


তথ্যসূত্রঃ এবিপি আনন্দ