কালো, বেঁটে, মোটা মেয়ে...

আমাদের নীতিকথা February 19, 2017 14,752
কালো, বেঁটে, মোটা মেয়ে...

কালো মেয়ে....

কালো মেয়েটা যখন অসহায় হয়ে নিজেকে সমাজে বেমানান

মনে করে মুখ ফুলিয়ে কাঁদে। তখন মেয়েটার মা চোখের জলগুলো মুছে দিয়ে বলে, "মা তোর চোখগুলো অনেক সুন্দর। কাজল দিলে আরো ভাল লাগবে তোকে।'

মেয়েটা তখন মায়ের আঁচলে মুখ লুকোয়। মা মেয়েটাকে রুপকথার রাজকন্যার গল্প শোনায়…


মেয়েটা মুগ্ধচোখে রাজকন্যার গল্প শুনে নে নিজেকে কল্পনায়

রাজকন্যা ভাবে…

স্বপ্ন দেখতে মানা নেই।

স্বপ্ন দেখতে পয়সাও লাগেনা।

স্বপ্নই মানুষকে বাঁচায়…


বেঁটে(খাটো) মেয়েটাকে তার মা আকাশ ছোঁয়ানোর স্বপ্ন দেখাতেই পারেন।

মেয়েটা তখন নিজকে কল্পনায়

পাখি ভাবে আকাশ ছুঁবে বলে……


মোটা মেয়েটা যখন নিজের স্বাস্থ্য নিয়ে আর দশটা মেয়ের সাথে চলতে ইতস্ততবোধ করে, পিছিয়ে পড়ে তখন মেয়েটার মা মেয়েটার হাত ধরে সামনে এগিয়ে নিয়ে যায়…


মেয়েটাও স্বপ্ন দেখে সেদিনের আশায় যেদিন পিছিয়ে পড়বে না আর…


মাঝে মাঝে ডিপ্রেশনে ভুগে ওদের মতো মানুষগুলো আত্নহত্যা করতে যায় কিন্তু স্বপ্নগুলো ওদের বাঁচতে সাহার্য্য করে।

কেউবা অতি অবহেলায় স্বপ্নগুলোকে মৃত ভেবে নিজেকে শেষ করে দেয়, রাস্তা দিয়ে দুটো মেয়ে হেঁটে যাচ্ছে।


লাল জামা পরা মেয়েটাকে নিয়ে কিছু আড্ডাবাজ ছেলে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছে। ছেলেগুলো মেয়েটাকে রিতিমতো নিজের গার্লফ্রেন্ড ভাবা শুরু করেছে।


কিন্তু সাদা জামা পরা মেয়েটার দিকে কারোই নজর নেই।

কেউই নিজের গার্লফ্রেন্ড ভাবতে নারাজ। মেয়েটা যেনো হাতের পাঁচটা আঙুলের বাহিরে…


কারন মেয়েটা কালো, মোটা অথবা বেঁটে। সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করেছে কিছু বৈষম্য রেখে। সৃষ্টিকর্তা নিজে তৈরী না করে যদি সবাইকে নিজ ইচ্ছা অনুযায়ী তৈরী হওয়ার সুযোগ দিতো তবে সবাই ই নিজকে সুন্দর করে নিতো।


তাহলে সেই সুন্দরের দাম থাকতো কোথায়?

খুঁজলে হয়তো দেখবেন আপনার,দাদী,নানী, বা তাদের মায়েরা কালো, বেঁটে, মোটা ছিল। তাহলে তাদের বংশের হয়ে

আপনার অহংকার হয় কি করে?

'

ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে