সাধারন জ্ঞানের আসর - ৭৪তম পর্ব

সাধারণ জ্ঞান February 18, 2017 2,043
সাধারন জ্ঞানের আসর - ৭৪তম পর্ব

১) কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়?

উঃ পঞ্চগড়কে।


২) কোন জাতীয় গাছ সবচেয়ে বেশি বৃদ্ধি পায়?

উঃ বাঁশ জাতীয় গাছ।


৩) 'কম্পিউটারের পূর্বপুরুষ' বলা হয় কাকে?

উঃ আবাকাস নামক গণনাকারী যন্ত্রকে।


৪) পাহাড়ী কন্যা বলা হয় কোন জেলাকে?

উঃ বান্দরবনকে।


৫) 'সূর্য কন্যা' বলা হয় কোন সমুদ্র সৈকতকে?

উঃ কুয়াকাটাকে।


৬) বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় কাকে?

উঃ কক্সবাজার।


৭) 'পৃথিবীর ফুসফুস' বলা হয় কাকে?

উঃ আমাজনকে।


৮) অঞ্চল হিসাবে বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে বেশি বন আছে?

উঃ চট্টগ্রামে।


তথ্যসূত্রঃ ইন্টারনেট