মাস্টারের বাপ

পাঁচমিশালী কৌতুক February 13, 2017 1,889
মাস্টারের বাপ

বাস সহকারী : এই যে ভাই, ভাড়াটা দিন।


যাত্রী : এই নিন।


বাস সহকারী : ৫ টাকা কেন? ভাড়া তো ১০ টাকা।


যাত্রী : আমি ছাত্র। আমার ভাড়া হাফ।


বাস সহকারী এরপর গেলেন পাশের জনের কাছে-


বাস সহকারী : আপনার ভাড়া দিন।


যাত্রী : ওই ছাত্রের ভাড়া হাফ, আমি ওর মাস্টার, আমার ভাড়া মাফ।


দূর থেকে আরেকজন চেঁচিয়ে বলল-


যাত্রী : ওই বেটা! আমারে কিছু টাকা দে, আমি মাস্টারের বাপ!