* টার্ম ফাইনালের মধ্যে অবশ্যই আবহাওয়া পরিবর্তন হবে এবং যথারীতি অসুস্থ হবেন।
* আবহাওয়াজনিত সমস্যা থাকবে অবশ্যই। হয়তো বেশি গরম, না হয় বেশি শীত। আর না হয় বৃষ্টি। অর্থাৎ ঘুমানোর জন্য বৈরী পরিবেশ বা আদর্শ আবহাওয়া যাকে বলে।
* ফাইনাল চলাকালীন অবশ্যই নতুন সিনেমা বা সিরিজ মুক্তি পাবে এবং বন্ধুরা সেগুলো সেধে এসে দিয়ে যাবে।
* নতুন কোনো গেমের নেশা পেয়ে বসবে অবশ্যই।
* কোনোক্রমেই পড়ায় মন বসবে না, হাজার চেষ্টা করলেও না। আজ থাক না হয়, কাল পড়ব। এভাবে করে পেছাতে থাকবেন কিন্তু পড়া শুরুই করতে পারবেন না।
* সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট-সংক্রান্ত নানা রকম অফারের খোঁজ পাবেন এবং লোভ সামলাতে না পেরে কিনে ফেলবেন একদিন।
* পরীক্ষার আগের রাতে এবং পরীক্ষা-পরবর্তী সময়ে মেজাজ খিটমিটে থাকবে। আগে বিভিন্ন কারণে (ক্লাস লেকচার, নোট প্রভৃতি) ভালো ছাত্রদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও এ সময় তাদের একদমই সহ্য করতে পারবেন না।
* পরীক্ষার হলের প্রথম আধা ঘণ্টায় হাতুড়ি পেটালেও মাথা কাজ করবে না। শেষ আধা ঘণ্টায় বুলেটের স্পিডে মাথা কাজ করবে। জীবনে যেসব বিষয়ের নামও শোনেননি, তা নিয়েও লেখার অসামান্য দক্ষতা অর্জন করে ফেলবেন।