ঝোলযুক্ত খাবার বাদ দিতে চান? বাড়িতেই ঝটপট তৈরি করে ফেলুন রূপচাঁদার তন্দুরি। মজাদার এই খাবারটি কেবল ভাতের সাথে নয়, পোলাওয়ের সাথেও খাওয়া সম্ভব।
• যা যা লাগবে
রূপচাঁদা /পমফ্রেট মাছ- ৪টা
তন্দুরি মশলা- ৩ টেবিল চামচ
স্বাদমতো লবণ
লেবু রস ২ টবিল চামচ
রসুনের রস -১ টেবিল চামচ
গলানো মাখন ২ টেবিল চামচ
• যেভাবে বানাবেন
১. মাছ পরিষ্কার করুন।
২. এক ইঞ্চি দূরত্বে মাছে উভয় পাশে একটি ধারালো ছুরি দিয়ে কাটুন ৩ ইঞ্চি লম্বা করে।
৩. লেবু রস, লবণ এবং রসুনে রস , কাচামরিচ পেস্ট,তন্দুরি মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করুন ২ ঘন্টার জন্য।
৪. মাছটি গ্রিল করুন ১৮০-২০০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ১২-১৫ মিনিটের জন্য।
৫. মাখন ব্রাশ করুন মাছের দুই পাশে লেবুর টুকরার সঙ্গে গরম পরিবেশন করুন।
গরম গরম পরিবেশন করুন। সঙ্গে দিতে পারেন সালাদ ও পছন্দমতো সস।