♦ শান্তিতে ঘুমানো যায়।
♦ সময় আর টাকা বাঁচে।
♦ দেখতে কেমন লাগছে, এটা নিয়ে তেমন না ভাবলেও চলে।
♦ মধ্যরাতে মিসকলসংখ্যা শূন্য।
♦ নতুন নতুন এসএমএস অফার খোঁজার দরকার হয় না।
♦ কোন সিমে খরচ কম, তা-ও খোঁজ করা দরকার হয় না।
♦ দিনে চারবার মোবাইল রিচার্জ করতে হয় না।
♦ যেকোনো ছেলে-মেয়ের সঙ্গে ভয় ছাড়াই কথা বলা যায়।
♦ সবচেয়ে ভালো হচ্ছে, পুরো দুনিয়াটাকেই ভালোবাসা যায়।