তারকাদের জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। তারকারা কীভাবে খান, ঘুমান কিংবা হাঁটেন—সব জিনিসের খবর ভক্তদের জানা চাই। সেই চাহিদা মাথায় রেখে তারকারা তারকা হওয়ার পর কী কী সুবিধা পেয়ে থাকেন, আজ হাস্যরসের মাধ্যমে কাল্পনিকভাবে তা তুলে ধরা হলো।
১. তারকা হওয়ার সবচেয়ে বড় সুবিধা তাঁদের নিজের ছবি নিজেদের এডিট করতে হয় না। ভক্তরা তাঁদের সঙ্গে ছবি তুলে এডিট করে দিয়ে দেন।
২. তারকা হলে স্ট্যাটাসে কিংবা ছবিতে প্রচুর লাইক ও কমেন্ট পাওয়া যায়। পাশাপাশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়া যায় প্রচুর। কষ্ট করে কাউকে মেসেজ করে বলতে হয় না, অ্যাড মি, প্লিজ!
৩. তবে তারকা হওয়ার আরেকটি বড় সুবিধা হচ্ছে, হাস্যরসে ফ্রি কাল্পনিক সাক্ষাৎকার দেওয়া যায়। কেননা, হাস্যরসে সাক্ষাৎকার দেওয়ার বিরল সৌভাগ্য অর্জন করেন একমাত্র তারকারাই। -এনটিভি অনলাইন