কাঠের আসবাব থেকে পানির দাগ ওঠান সহজেই!

টুকিটাকি টিপস February 5, 2017 937
কাঠের আসবাব থেকে পানির দাগ ওঠান সহজেই!

গরম চায়ের কাপ অথবা কফির মগ টেবিল বা কাঠের আসবাবপত্রের উপরে রাখলে গোলাকার সাদাটে দাগ পড়ে যায়। এছাড়া ঠাণ্ডা পানির গ্লাস রাখার ফলেও এ ধরনের দাগ পড়ে কাঠের আসবাবে। কিছু কৌশল জানলে দৃষ্টিকটু এসব দাগ দূর করতে পারেন খুব সহজেই।


জেনে নিন কাঠের আসবাব থেকে সাদাটে দাগ কীভাবে দূর করবেন-


# ১ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১ চা চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। আসবাবের দাগযুক্ত স্থানে মিশ্রণটি চক্রাকারে ঘষে নিন। দূর হবে দাগ।।


# দাগের উপর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রেখে দিন সারারাত। পরদিন শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন।।


# ১ চা চামচ লবণের সঙ্গে কয়েক ফোঁটা পানি মিশিয়ে দাগের উপর ধীরে ধীরে ঘষুন। পাতলা কাপড়ের সাহায্যে ঘষবেন। কিছুক্ষণের মধ্যেই দূর হবে দাগ।


# নরম কাপড়ে সাদা টুথপেস্ট লাগিয়ে দাগের উপর ঘষুন। দাগ উঠে গেলে ভেজা কাপড়ের সাহায্যে পরিষ্কার করে ফেলুন পেস্ট। টুথপেস্টের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘষলেও দূর হবে দাগ।


# ভিনেগারের সঙ্গে সমপরিমাণ অলিভ অয়েল মিশিয়ে নরম কাপড়ের সাহায্যে দাগের উপর লাগান। আরেকটি শুকনা কাপড়ের সাহায্যে মুছে নিন।