এই বুথ থেকে ফোন করা যায় মৃত ব্যক্তিদের!

ভয়ানক অন্যরকম খবর February 1, 2017 1,960
এই বুথ থেকে ফোন করা যায় মৃত ব্যক্তিদের!

কাছের মানুষকে মিস করলে তাঁদের আমরা ফোন করি৷ কিন্তু কাছের মানুষ যদি ইহলোক ত্যাগ করে চলে যান, আর তাঁকে যদি খুব মনে পড়ে তখন কী করবেন আপনি? ইচ্ছে থাকলেও পৃথিবী ছেড়ে চলে যাওয়া ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারি না আমরা৷ হাজার মন খারাপ হলেও, সেই মানুষটিকে বলে ওঠা হয় না, তাঁদের অনুপস্থিতি আমাদের ঠিক কতটা যন্ত্রণায় রেখেছে৷ কিন্তু জানেন কি, এমন এক টেলিফোন বুথ রয়েছে, যেখান থেকে ফোন করা যায় মৃত ব্যক্তিদের?


জাপানের অতসুচি অঞ্চলটি প্রায় ধ্বংস হয়ে যায় সুনামির পর৷ ঘটনায় এলাকায় উপস্থিত প্রায় ১০ শতাংশ মানুষেরই মৃত্যু হয়৷ এরপর থেকেই পাহাড়ের উপর অবস্থিত এই টেলিফোন বুথে গিয়ে মৃত আত্মীয়দের সঙ্গে কথা বলেন স্থানীয়রা৷ সেই বুথ থেকেই মৃতদের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় বলে দাবি করেছেন তাঁরা৷


জানা গেছে, বুথে থাকা ফোনটি নাকি খারাপ৷ অথচ সেই ফোন মাধ্যমেই মৃত আত্মীয়দের সঙ্গে কথা বলা যায়৷ স্থানীয়দের দাবি, ওই অঞ্চলে ঘুরতে আসা পর্যটকরাও নাকি সেই বুথে যান মৃত আত্মীয়দের সঙ্গে কথা বলতে৷ অবশ্য পুরোটাই জনশ্রুতি৷ আর কে না জানে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর!