মানুষটি ভালো না মন্দ, বুঝবেন কীভাবে?

লাইফ স্টাইল February 1, 2017 1,071
মানুষটি ভালো না মন্দ, বুঝবেন কীভাবে?

জীবনসঙ্গী যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় তাই এ ব্যাপারে একটু ভেবেচিন্তে, দেখেশুনে সিদ্ধান্ত নেওয়াই ভালো। কাউকে পছন্দ হলে হুট করেই তাকে বিয়ে করে ফেলাটা তাই মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কারণ পরে যদি বুঝতে পারেন সঙ্গী মানুষ হিসেবে ভালো না তাহলে আপনার আর ফিরে আসার পথ খোলা থাকবে না। তাই আগেই জেনে নিন, সে মানুষ হিসেবে কেমন। এখন প্রশ্ন হলো কীভাবে বুঝবেন, মানুষটি ভালো না মন্দ? এ ক্ষেত্রে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগের এই তালিকাটি আপনাকে সাহায্য করতে পারে।


১. ভালো মানুষ সবাইকে সমানভাবে সম্মান করে। তারা কখনোই মানুষ ভেদে সম্মান দেখাবে না। আর মন্দ লোক তাকেই সম্মান করে যার সঙ্গে কোনো ধরনের স্বার্থ আছে কিংবা তাকে দিয়ে কোনো কাজ উদ্ধার হবে।


২. ভালো মানুষ কখনোই আপনাকে পটানোর চেষ্টা করবে না। আর কেউ যদি মন্দ স্বভাবের হয়, তাহলে সে আপনাকে পটানোর চেষ্টা করবে। অনেক মিথ্যা আচরণ দিয়ে সে আপনার সামনে ভালো সাজার চেষ্টা করবে।


৩. ভালো মানুষ কখনো অন্যের মনোযোগ আকর্ষণের চেষ্টা করবে না। সে তার নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকবে এবং আপনাকে নিয়েও সন্তুষ্ট থাকার চষ্টা করবে। কিন্তু যারা মন্দ স্বভাবের হয়, তারা সব সময় অন্যের মনোযোগ আকর্ষণে ব্যস্ত থাকে।


৪. যাদের মন ভালো হয়, তারা অনেক নমনীয় হয়। তাদের মধ্যে কোনো ধরনের অহংকার থাকে না। আর মন্দরা নিজেকে জাহির করার জন্য সব সময় ব্যস্ত থাকে এবং নিজেকে সেরা মনে করে।


৫. ভালো মানুষ সব সময় সৎ ও সোজাসাপটা কথা বলতে পছন্দ করে। তারা কোনো কিছু লুকানোর চেষ্টা করে না। অন্যদিকে মন্দ মানুষ তার নেতিবাচক সব বিষয়গুলো সবার কাছ থেকে লুকানোর চেষ্টা করে।


৬. কী করতে পারবে আর কী করতে পারবে না, সেটা বলতে একটুও দ্বিধা করে না ভালো মানুষরা। তারা তাদের ভুলগুলোও অকপটে স্বীকার করে। কিন্তু মন্দ মানুষ সবস ময় মিথ্যা প্রতিশ্রুতি দেয়। আর ভুল হলে হাজারটা অজুহাত দেখায়।


৭. ভালো মানুষ কখনোই অন্যের দুর্বলতা নিয়ে হাসাহাসি করে না। অথচ মন্দ মানুষরা সব সময় অন্যের দোষ খুঁজে বের করে সেটা নিয়ে হাসাহাসি করতে ভীষণ পছন্দ করে।