জীবনকে সহজ করে তোলার জন্য প্রতিদিন আমরা নানান পণ্য ব্যবহার করে থাকি। একেক পণ্য একেক কাজের জন্য ব্যবহার করা হলেও কিছু কিছু পণ্য আছে যা কৌশলে অন্য কাজে ব্যবহার করা সম্ভব। আর এই কৌশলগুলো দৈনন্দিন কাজকে সহজ করে দেবে অনেকখানি।
• আসুন এমন পাঁচটি কৌশলের সাথে পরিচিত হওয়া যাক...
১। প্যাকেটকে ব্যবহার করতে পারেন কনটেইনারের মতো
বিভিন্ন পণ্য যেমন দুধ, চিনি, চাল, ডাল ইত্যাদি প্লাস্টিকের প্যাকেটে কিনতে পাওয়া যায়। সাধারণত এই উপাদানগুলো কোনো কনটেইনারে ঢেলে তারপর ব্যবহার করা হয়। এখন থেকে এই পণ্যগুলো প্যাকেটেই ব্যবহার করতে পারবেন। কীভাবে? এই কাজটি করে দেবে প্লাস্টিকের বোতল। প্লাস্টিকের বোতলের মুখের অংশ থেকে অর্ধেক করে কেটে নিন। এবার যেকোনো প্যাকেটের মুখের অংশটুকু কেটে বোতলের( ছবি অনুযায়ী) ভিতর ঢুকিয়ে দিন। ব্যস হয়ে গেলো। বোতলের ক্যাপ লাগিয়ে এটি কনটেইনারের মতো ব্যবহার করতে পারেন।
২। ময়লার বাস্কেটে খবরের কাগজের ব্যবহার
ময়লার বাস্কেট বা ঝুড়ি পরিষ্কার করা বেশ বিরক্তকর একটি কাজ। আবার সময়মত পরিষ্কার না করলে এটি ঘরে দুর্গন্ধ ছড়িয়ে দেয়। এই সমস্যার সহজ সমাধান হলো খবরের কাগজ। ময়লার বাস্কেটের নিচে খবরের কাগজ বিছিয়ে দিন। এরপর এটি ব্যবহার করুন। এতে তরল ময়লা বাস্কেটে লাগার সম্ভাবনা থাকে না। ময়লার বাস্কেটও পরিষ্কার করা ঝামেলা হবে না।
৩। অ্যালার্ম এর সাউন্ড বৃদ্ধি
সকালে ঘুম থেকে ওঠা অনেকের জন্য কষ্টসাধ্য একটি কাজ। আর যদি মোবাইলের অ্যালার্মের সাউন্ড কম হয় তবে তো আর কথাই নেই। মোবাইলের সাউন্ড যতই কম থাকুক না কেনো গ্লাস আপনাকে জাগিয়ে দেবে। মোবাইলে অ্যালার্ম দিয়ে একটি কাঁচের গ্লাসের ভিতর রেখে দিন। এতে অ্যালার্ম এর সাউন্ড অনেক জোরে এবং কেঁপে কেঁপে শোনাবে। আপনি যত গভীর ঘুমে থাকুন না কেনো এই অ্যালার্ম আপনাকে ঘুম থেকে তুলে দেবে।
৪। ব্লেন্ডার পরিষ্কার করা
রান্নার অন্যতম একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো ব্লেন্ডার। প্রায় প্রতিদিন এই ব্লেন্ডার ব্যবহার করা হয়। কিন্তু এটি ভালোভাবে পরিষ্কার বেশ ঝামেলাপূর্ণ। ব্লেন্ডারে উষ্ণ সাবান পানি দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করুন। দেখবেন ব্লেন্ডারের সব ময়লা, তেল চর্বি দূর হয়ে গেছে এক নিমিষে।
৫। ভোঁতা ছুরি ধার করুন এক নিমিষে
ভোঁতা ছুরি সিরামিকের মগ বা কাপের পিছনের অংশে কিছুক্ষণ ঘষুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে ছুরি ধার হয়ে গেছে।