এসএসসিতে ভালো ফলাফল করতে চাইলে

মজার সবকিছু January 29, 2017 1,276
এসএসসিতে ভালো ফলাফল করতে চাইলে

আসছে এসএসসি পরীক্ষা। চলো পরীক্ষার্থী বন্ধুরা কী কী উপায়ে পড়াশোনা করা ছাড়াই ‘এ’ প্লাস অথবা গোল্ডেন ‘এ’ প্লাস পাওয়া যায় তার উপায়সমূহ জেনে নিই।


v পড়াশোনা যে করছে সারা বছর, তাকে কোনো ডিস্টার্ব না করা যাবে, সে আরও পড়ুক। আর যে পড়ে নাই, তার আর পড়ার দরকার নাই!


v দুপুরে খাওয়ার পর খেলার মাঠে আর সারারাত ফেসবুকে থাকতে হবে। বলা তো যায় না, কখন কে প্রশ্নপত্র ফাঁস করে দেয়—খবর রাখতে হবে তো। যেহেতু রাতে ঘুম হয়নি সেহেতু সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুমাতে হবে।


v যদি কখনো বাবা-মা পড়াশোনা নিয়ে বেশি প্রশ্ন করে তবে এমন ভাব নিয়ে পড়ার টেবিলে বসতে হবে যে, পৃথিবীর সব পড়া তুমিই পড়ছ।


v আশপাশে যদি আরও পরীক্ষার্থী থাকে তবে খুব তাড়াতাড়ি ভাব জমিয়ে নাও, কেননা পরীক্ষার সময়সূচি জানতে পারবে যদি ভুলে যাও।


v তোমার আগে ও পিছনে যে যে আছে তাকে পড়াশোনা করতে উত্সাহিত করো তাতে করে পরীক্ষার সময় তোমারই উপকার। পারলে মাঝেমধ্যে নতুন সাজেশন দিতে পার। অথবা ছোট ছোট উপহারও দেওয়া যায়।


v শেষ সময়ে এসে যদি মনে হয় কিছু পড়ার দরকার তবে দু-এক লাইন কবিতা পড়লেই চলবে। তাতে কিন্তু কবি হওয়ার রিক্স থাকে। তাই কম কম পড়বে।


v ফেসবুকে দিনে একটা করে দোয়া চেয়ে স্ট্যাটাস দিবে। তাতে গোল্ডেন ‘এ’ প্লাস কে ঠেকায়?


v পিছনের বেঞ্চের ছেলেরা নিশ্চিত প্রশ্ন পেয়েছে। শিগগিরই তাদের সঙ্গে যোগাযোগ করো। তাদের প্রেমিকাদের বসে আনার চেষ্টা করো। কাজে আসবে।


v পরীক্ষার আগের রাতে কোনোভাবেই ঘুমানো যাবে না। বুক (বই) না পড়লেও ফেসবুকে পড়তে হবে।


v এখনই চশমা কিনে চোখে লাগাও, কারণ মেধাবীদের ইউনিফর্মের বিশেষ অংশ হলো চশমা।


—এরকম করে পরীক্ষা দিতে থাকলে গোল্ডেন ‘এ’ প্লাস পাওয়া কে আটকায়! অবশ্য ‘এ’ প্লাস না পেলে অন্য কাউকে দায়ী করা চলবে না।


তথ্যসূত্রঃ ইন্টারনেট