v ভাবছিলাম বিয়ের পর আর কাপড় ধুতে হবে না, এখন দেখছি কাপড়ের পরিমাণ দ্বিগুণ হয়ে গেল!
v যাক বাঁচা গেল, দীর্ঘ ৩ ঘণ্টা ঘোরাঘুরির পর অবশেষে একখানা শাড়ি পছন্দ হয়েছে।
v বাচ্চার ডায়াপার পাল্টানো শিখলাম আজ! বাচ্চার ডায়াপারটা নাকি আমাকেই পাল্টিয়ে দিতে হবে এখন থেকে।
v বউ ড্রেসিং টেবিলে আর আমি রান্না ঘরে! কারণ পেটটা তো আমারই!
v অনেকদিন পর টিভির রিমোটটা ছুঁতে পারলাম!
v তল্পিতল্পা গোছানো শেষ, ফেসবুকের পাসওয়ার্ড না দিলে নাকি সত্যি সত্যিই বাপের বাড়ি চলে যাবে; ফিলিং কনফিউজড!