আলমারি খুলে যাবে

পাঁচমিশালী কৌতুক January 29, 2017 2,615
আলমারি খুলে যাবে

এক চোর গভীর রাতে এক বাড়িতে চুরি করতে গেছে। ওখানে আলমারি খুলতে গিয়ে দেখে নিচে লেখা, ‘এই বাটন টিপলে আলমারি খুলে যাবে।’


চোর যখনই বাটন টিপল; তখনই সাইরেন বাজল। পুলিশ এসে চোরকে ধরে নিয়ে যাওয়ার সময় চোরটা বলতে লাগলো, ‘দুনিয়া থেকে মনুষ্যত্ব উঠে গেছে। কাউকে বিশ্বাস করা যায় না!’