দীর্ঘদিন ও নিয়মিত ব্যবহারের ফলে ল্যাপটপের স্ক্রিনে দাগ পড়ে যায়। কি-বোর্ডেও জমে যায় ধুলাবালি। নিত্যদিনের প্রয়োজনীয় এই মেশিনটি পরিষ্কার করতে খুব বেশি সময় ব্যয় হবে না।
• জেনে নিন ৩ ধাপেই কীভাবে পরিষ্কার করবেন ল্যাপটপ...
- সাদা ভিনেগার ও পানি মিশিয়ে তৈরি করুন দ্রবণ। অ্যালকোহল অথবা অ্যামোনিয়া ব্যবহার করবেন না।
- দ্রবণ স্প্রে বোতলে ভরে ল্যাপটপের স্ক্রিনের উপর হালকা করে স্প্রে করুন। ল্যাপটপ যেন বন্ধ থাকে সেদিকে লক্ষ রাখবেন অবশ্যই। স্ক্রিনে স্প্রে করে সঙ্গে সঙ্গে পাতলা ডিসপোজেবল কাপড়ের সাহায্যে চক্রাকারে মুছে নিন।
- ল্যাপটপের কি-বোর্ড প্রথমে ব্রাশের সাহায্যে পরিষ্কার করুন। তারপর একটি চামচের উল্টো দিকে ভেজা টিস্যু পেঁচিয়ে চামচটি কি-বোর্ডের উপর হালকা করে বুলিয়ে নিন। সবশেষে হেয়ার ড্রায়ারের ধরে কি-বোর্ড শুকান। এতে আলগা ময়লা থাকলে সেটাও দূর হবে। তবে খুব কাছ থেকে হেয়ার ড্রায়ার ধরবেন না। ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যেও ল্যাপটপের কি-বোর্ড পরিষ্কার করতে পারেন।