সারাদিনের স্ট্রেস থেকে মুক্তি পেতে যৌনতার মতো আদর্শ ওষুধ আর দুটো নেই৷ কিন্তু এই যৌনতা থেকেই নাকি মুখ ফিরিয়ে নিচ্ছেন পুরুষরা৷ যৌনতার বদলে তাঁরা বেছে নিয়েছেন অন্য পথ৷ কিন্তু কী সেই পথ? সমীক্ষা বলছে, যৌনতা নয়, বর্তমানে ভিডিও গেমই পুরুষদের ক্লান্তি দূর করতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷
আগে একটি সমীক্ষায় বলা হয়েছিল, নতুন প্রজন্ম যৌনতা অপেক্ষা বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা পেতে বেশি পছন্দ করেন৷
নয়া এই সমীক্ষায় ২৭ শতাংশ পুরুষ জানিয়েছেন, তাঁরা যৌনতাকে অবলম্বন করেন ক্লান্তি দূর করার জন্য৷ সেখানেই ৭৪ শতাংশ পুরুষের দাবি, কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর তাঁরা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এবং ভিডিও গেম খেলতেই বেশি পছন্দ করবেন৷
কিন্তু এই ভিডিও গেম কিন্তু যেমন তেমন ভিডিও গেম নয়৷ অন্যান্য যে কোনও ভিডিও গেম অপেক্ষা ভায়োলেন্ট ভিডিও গেমই ছেলেদের বেশি পছন্দের৷
-সংবাদ প্রতিদিন