চোরের সর্দারের উপদেশ

পাঁচমিশালী কৌতুক January 27, 2017 1,799
চোরের সর্দারের উপদেশ

ভাগ-বাটোয়ার জন্য কয়েক চোর মিলে সারারাতের চুরির টাকা হিসাব করছে। হিসাব করার সময় এক চোর একখান হাজার টাকার নোট সরিয়ে ফেলতে গিয়ে ধরা পড়েছে।


চোরের সর্দার সেই ধরা পড়ে যাওয়া চোরটিকে তিরস্কার করছে-


সর্দার : এই তোরে না একদিন কইছি ভালো হইয়া যা। ভালো হইতে পয়সা লাগে না? জীবনে সততার সাথে কাজ করবি, উন্নতি করতে পারবি। চুরি-চামারি করবি তো জীবন শেষ!