শুধু দুধ খেল

পাঁচমিশালী কৌতুক January 26, 2017 3,015
শুধু দুধ খেল

এক লোকের দাঁতে পোকা ধরায় সে চিকিৎসকের কাছে গেলো...


চিকিৎসক : ৪ দিন সকাল এবং বিকেলে দুধ আর বিস্কুট খাবেন এবং ৫ম দিন শুধু দুধ খাবেন।


লোকটি চিকিৎসকের পরামর্শ মতো ৪ দিন দুধ এবং বিস্কুট খেল। আর ৫ম দিন শুধু দুধ খেল। ৫ম দিন পোকা দাঁত থেকে বাহির হয়ে আসলো। আর, বললো...


পোকা : কি ভাই আজ বুজি বিস্কুট নাই?