মজাদার একটি খাবার হলো টমেটোর দোলমা। এটি সম্পর্কে অনেকেই হয়তো জানেন না।
আজ পাচ্ছেন টমেটোর দোলমা তৈরির রেসিপি।
উপকরণ
- টমেটো বড় সাইজ ৮টি
- পেঁয়াজ কুচি ৪টি
- মাছ ১/২ কেজি
- রসুন কুচি ১/২ চা চা.
- হলুদ বাটা ১/২ চা চা.
- কাঁচা মরিচ ৪ টি
- মরিচ বাটা ১ চা চা.
- ধনে বা পুদিনা ২টে চা.
- জিরা বাটা ১ চা চা.
- লবণ ২ টে চা.
- ধনে বাটা ২চা চা.
- সয়াবিন তেল ১/৩ কাপ
পদ্ধতি
১. উপযুক্ত ছুরি দিয়ে টমেটোর বোঁটার মুখ গোল করে কাটতে হবে। ভিতরের অংশ বের করে টমেটো ধুয়ে নিতে হবে।
২. মাছ সিদ্ধ করে কাঁটা বাছতে হবে। মাছে টমেটো ভিতরের অংশ এবং অন্যান্য উপকরণ মিশিয়ে তেলে ভাল করে ভাজতে হবে।
৩. টমেটোতে মাছের কিমা ঠেসে ভরতে হবে। টমেটোতে তেল মাখিয়ে ফ্রাইপ্যান বা তাওয়ায় রাখতে হবে। তাওয়া চুলায় দিয়ে মৃদু আঁচে ঢেকে রাখুন, টমেটো একবার উল্টে দিতে হবে।
৪. ওভেনে মাঝারি তাপে বেক করুন। টমেটো সামান্য নরম হলে নামাতে হবে।
৫. এরপর গরম গরম পরিবেশন করুন।