ফুলকপির মুচমুচে চপ যেমন পুষ্টিকর তেমন সুস্বাদুও। নাস্তা হিসেবে বা অতিথি আপ্যায়নে এর জুড়ি নেই। এ লেখায় দেওয়া হলো ফুলকপির মুচমুচে চপ বানানোর রেসিপি।
উপকরণ
- ফুলকপি মাঝারি আকারের কিছু টুকরো
- আদা বাটা (পরিমাণমতো)
- মরিচ গুঁড়ো ১ চা চামচ
- জিরা গুঁড়ো ও ধনে গুঁড়ো আধা চা চামচ
- বেসন ও ময়দা ১ কাপ
- লবণ পরিমাণমতো
- তেল ভাজার জন্য পরিমাণমতো
- পানি পরিমাণমতো।
প্রণালী
ফুলকপির টুকরাগুলো লবণ পানিতে ভাপ দিন। তেল বাদে সব উপকরণ একসঙ্গে মেখে ব্যাটার তৈরি করুন। ফুলকপির টুকরা ব্যাটারে চুবিয়ে ডুবোতেলে বাদামি করে ভাজুন। গরম গরম পরিবেশন করুন।