জানা অজানা মজার তথ্য - ৪র্থ পর্ব

জানা অজানা January 23, 2017 2,021
জানা অজানা মজার তথ্য - ৪র্থ পর্ব

► শুধুমাত্র একটি মাত্র খাবার রয়েছে পৃথিবীতে যেটি পঁচে যায় না | বলুন তো সেটি কী? -মধু।


► মানুষের হার্ট এমন চাপ সৃষ্টি করে যে মানুষের বুকের রক্ত ৩০ ফুট দূরে পর্যন্ত যেতে পারে।


► কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্র পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেক নেই।


► মশারা নীল রঙের প্রতি দুর্বল!! ঘরের বাতি নীল রঙের হলে মশার সংখ্যা বেড়ে যাবে।


► চার ঘন্টার ভেতর ১০০ কাপ কফি পান করলে মৃত্য অবধারিত।


► প্রত্যেক মহাদেশেই রোম নামের শহর আছে, কেবল অ্যান্টার্কটিকা ছাড়া।


► একটা সিগারেট খাওয়ার অর্থ এগারো মিনিট আয়ু কমে যাওয়া।


► যারা বিড়াল পোষে তাদের আত্মহত্যা করার প্রবনতা থাকে।


► কুকুর পুষলে মানুষ উদার মনের হয়।


► মেয়েরা যতো মেধাবি হবে ততো প্রজননে অক্ষম হবে।