যে কারণে বাংলাদেশি ক্যাপ ট্রাম্পের মাথায়

মজার সবকিছু January 22, 2017 1,659
যে কারণে বাংলাদেশি ক্যাপ ট্রাম্পের মাথায়

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে তৈরি ক্যাপ পরেছেন, যার ওপরে লেখা আবারও আমেরিকাকে মহান করা হবে। বাংলাদেশে তৈরি টুপি পরে আমেরিকাকে মহান? কেন এমনটা হলো? এ প্রশ্নের উত্তর জানতে উতলা বাংলাদেশের মানুষ। সেই আগ্রহের কথা চিন্তা করে হাস্যরসের এবারের কাল্পনিক তদন্তে উঠে এসেছে ট্রাম্পের বাংলাদেশের টুপি ব্যবহারের কারণ। আসুন পড়ে নিই।


স্বজনপ্রীতি

ট্রাম্পের কথাবার্তায় বাংলাদেশি কিছু রাজনীতিবিদের ভাব আছে। কথাটা আমার নয়, দেশি এবং আন্তর্জাতিক বুদ্ধিজীবীদের। অনেকে আবার ট্রাম্পকে বাংলাদেশি বংশধর বলে থাকেন। কে জানে? ঘটনা সত্যি হলে, হয়তো স্বজনপ্রীতি করে বাংলাদেশি কোম্পানির ক্যাপ ব্যবহার করছেন ট্রাম্প।


টেকসই পণ্য

চীনা জিনিসের ওপর ভরসা নেই, তাই বাংলাদেশি পণ্যেই ভরসা রেখেছেন ট্রাম্প। শুধু টুপি নয়, শার্ট-গেঞ্জি থাক আর বলব না, সবকিছুই তিনি পরেন—মেইড ইন বাংলাদেশ।


কোম্পানির প্রচার

বলা যায় না, বাংলাদেশের যে কোম্পানি ট্রাম্প এবং তাঁর সমর্থকদের জন্য ক্যাপ বানিয়েছে, তারা হয়তো কোম্পানির প্রচারের জন্য ট্রাম্পকে ক্যাপ ফ্রি দিয়েছেন। আর সে জন্য ট্রাম্প এবং তাঁর সমর্থকরা বাংলাদেশের কোম্পানির তৈরি ক্যাপ ব্যবহার করছেন।