মজার ধাঁধা সমগ্র - ১৬তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer January 22, 2017 4,173
মজার ধাঁধা সমগ্র - ১৬তম পর্ব

ধাঁধা :

১. ‘লুকাবি কালো মুখ খোলের মাঝে

মাথা কেটে আজ লাগাবো কাজে।’


২. ‘লেজের দিকে চাপ দিলে

মাথা উঁচু করে।

যতবার ছেড়ে দাও,

মাথা কুটে মরে।’


৩. ‘সাদা সাদা জমিন খানি,

তাতে কালো বীজ বুনি।’


৪. ‘সাদা একটি গোলাঘর

নয় লোকালয়।

ঘরের মধ্যে আছে একটা

সোনালি বলয়।’


উত্তর :

১. কচ্ছপ

২. ঢেঁকি

৩. চিঠি

৪. ডিম