জানা অজানা মজার তথ্য - ৩য় পর্ব

জানা অজানা January 22, 2017 3,033
জানা অজানা মজার তথ্য - ৩য় পর্ব

* আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌঁছাতে মাত্র ৭ সেকেন্ড সময় লাগে


* প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যেকোন খাবারের স্বাদ থাকে বেশি


* আমাদের হাঁচির সময় বের হওয়া বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১০০ মাইল


* রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয়।


* মানুষের নখ প্রতিদিন ০.০১৭১৫ ইঞ্চি করে বাড়ে।


* মানুষের শরীরের রক্ত শরীরের ভেতর প্রতিদিন ১৬ লাখ ৮০ হাজার মাইল সমান পথ অতিক্রম করে।


* মানুষ প্রতিদিন ৪৩৮ ঘনফুট বাতাস শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহার করে।


* মানুষের কান প্রতি বছর এক ইঞ্চির প্রায় ০.০০৮৭ অংশ করে বাড়ে। ভাগ্যিশ! বেশি বাড়লে শেষে একেবারে গাধার কানের মতো লম্বা হয়ে যেতো!


* দাড়িপাল্লায় যদি ওজন করা সম্ভব হতো তাহলে পৃথিবীর ওজন ৮১টি চাঁদের ওজনের সমান হতো।


তথ্যসূত্রঃ ইন্টারনেট