* আমাদের চোখের একটি পাপড়ির বয়স ১৫০ দিন।
* আমাদের চোখের ওপর ভ্রুতে গড়ে ৫০০ টি লোম আছে।
* আমাদের দেহে প্রায় ১০০ বিলিয়ন এর বেশি নার্ভ সেল রয়েছে।
* আমরা কখনোই চোখ খুলে হাঁচি দিতে পারি না।
* একটি শক্ত পাথর থেকে আমাদের দেহের হাড় ৪ গুণ বেশি শক্ত।
* আমাদের মুখে যে কোন খাবারের স্বাদ ১০ দিন পর্যন্ত থাকে।
* প্রতিটি মানুষ হাঁটুর ক্যাপ ছাড়া জন্মগ্রহণ করে এবং তা ২ থেকে ৬ বছর পর্যন্ত দেখা যায় না।
* বাচ্চারা বসন্তকালে খুব দ্রুত বড় হয়।
* আমরা জন্মগ্রহণ করি ৩০০ হাড় নিয়ে কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬ টি হাড় থাকে।
* আমাদের মাথার খুলি ২৬ ধরণের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি।
* আমাদের হাতের নখে যে পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি হয়ে থাকে।
* আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরণের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবিটও থেমে যায়।
* জিভ আমাদের দেহের সবচাইতে শক্তিশালী পেশী