পাঁচ মিনিটেই বানিয়ে নিন দারুণ মজাদার পাস্তা

রেসিপি টিপস January 20, 2017 811
পাঁচ মিনিটেই বানিয়ে নিন দারুণ মজাদার পাস্তা

বাড়িতে মজাদার খাবার বানানো নিয়ে সমস্যায় আছেন? আপনার জন্য রয়েছে চটজলদি টিফিন বানানোর মুখরোচক রেসিপি৷ চটজলদি টিফিনে বানিয়ে ফেলুন ইজি্ পাস্তা৷


উপকরণ

৩০০গ্রাম পাস্তা

২টি কুঁচনো মরিচ

১টি টমেটো (কুঁচানো)

১টি পেঁয়াজ(কুঁচানো)

১টি ছোট ক্যাপসিকাম

আদা কুঁচানো

৩-৪টি রসুন কুঁচানো

স্বাদ মত লবণ

২চা চামচ তেল

২চা চামচ টমেটো সস্


প্রণালী

- প্রথমে পাস্তাটা সেদ্ধ করে ছেঁকে নিয়ে তার মধ্যে কুঁচানো মরিচ,আদা,রসুন,ও টমেটো সস্ দিন৷


- তারপরে ফ্রাইং প্যানে তেল গরম হলে তাতে পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে হালকা নাড়াচাড়া করে পাস্তার মিশ্রনটি দিয়ে দিন৷


- এবার এতে দিন স্বাদ মত নুন,যদি গ্রেভি চান তাহলে অল্পকরে পানি দিতে পারেন৷


- এবার ২-৩মিনিট রেখে নামিয়ে নিন৷


- ব্যাস! রেডি হয়ে গেল আপনার পাস্তা৷ আরও সুস্বাদু বানাতে আপনি এতে যোগ করতে পারেন কুঁচানো পনিরসহ অন্যান্য উপাদান।