মজার ধাঁধা সমগ্র - ১৫তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer January 19, 2017 2,475
মজার ধাঁধা সমগ্র - ১৫তম পর্ব

ধাঁধা :

১. ‘দিনে করি শতেক বিয়ে,

কাবিন টাবিন নাহি হয়,

ছেলে-মেয়ের মালিক

আমি কোনকালে নয়।’

- কে বলতে পারবেন এই ‘আমি’ কে?


২. ‘জামাই এলো কাজে-

বলতে পারিনি লাজে,

আমার একটা কাজ আছে

দুই ঠ্যাঙের মাঝে।’

- বলুন তো কী কাজ আছে?


৩. ‘বাগান থেকে আসল বুড়ি,

থালায় দিল প্রসাব করি!’


উত্তর :

১. মোরগ।

২. গাভীর দুধ দোহন করা।

৩. লেবু।


সূত্র: কালিদাস পণ্ডিতের ধাঁধা থেকে সংগৃহিত।