এক নবদম্পতি এক হোটেলে উঠল। ম্যানেজারকে মোটা বকশিস দিয়ে বলল...
নবদম্পতি : কেউ যেন না জানে যে আমরা নবদম্পতি। কারণ, জানতে পারলে সবাই আমাদের দিকে বারবার তাকিয়ে বিরক্ত করবে।
ম্যানেজার : কোনো চিন্তা নেই, স্যার।
পরদিন থেকে সবাই ঘাড় ঘুরিয়ে, আড়চোখে ওই নবদম্পতিকে দেখতে লাগল। লোকটি রেগেমেগে ম্যানেজারের কাছে গিয়ে বলল...
নবদম্পতি : আপনি আপনার কথা রাখেননি। নিশ্চয়ই বলে দিয়েছেন যে আমরা নবদম্পতি?
ম্যানেজার : ছি ছি স্যার। আমি ওরকম বলিনি। বরং আমি উল্টো বলে রেখেছি যে আপনারা বিয়েই করেননি।