যে ৫ অবস্থায় সম্পর্ক শেষ করে দেওয়াই হয়তো ভাল

লাইফ স্টাইল January 19, 2017 1,055
যে ৫ অবস্থায় সম্পর্ক শেষ করে দেওয়াই হয়তো ভাল

সম্পর্ক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ভাল থাকা নির্ভর করে সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় সম্পর্কগুলোর উপর। সম্পর্ক টিকিয়ে রাখা, মানিয়ে চলা যেমন জরুরি, তেমনই যখন কিছু ঠিকঠাক চলছে না বা খুশি থাকছেন না তখন সঠিক সময় সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়াও ততটাই গুরুত্বপূর্ণ। আমরা অধিকাংশ ক্ষেত্রেই সঠিক সময় বেরিয়ে আসতে পারি না। ফলে অযথা টেনে নিয়ে যেতে যেতে একসময় হাঁপিয়ে উঠে নিজেরাই।জেনে নিন যে লক্ষণগুলো সম্পর্কে দেখা গেলে শেষ করে দেওয়াই ভাল।


সম্পর্ক কি অভ্যাসে পরিণত হয়েছে? থাকতে হচ্ছে তাই একে অপরের সঙ্গে রয়েছেন? রুটিনের মতো জীবন কাটাচ্ছেন? যদি একসঙ্গে চেষ্টা করে আবার উত্তেজনা ফিরিয়ে আনতে না পারেন তাহলে কিন্তু অবসাদে ভুগতে পারেন। যে সম্পর্ক আনন্দ দেয় না তা নির্ভরতা ও অভ্যাসের কারণ টিকিয়ে রাখা গেলেও অবসাদ আসা স্বাভাবিক।


সম্পর্কে থেকেও একাকীত্বে ভুগছেন? আপনার সঙ্গী এই বিষয়ে একেবারেই উদাসীন? যদি কথা বলে সমস্যার সমাধান না হয় তাহলে আপনাদের সম্পর্কে উষ্ণতা হারিয়ে গিয়েছে।


রোজই প্রায় কোনও না কোনও বিষয়ে ঝগড়া, কলহ, বচসায় জড়িয়ে পড়ছেন? একে অপরের সাধারণ কথাও বিরক্তিকর লাগছে? এগোবেন কিনা ভেবে দেখুন।দুজনের প্রতি সহনশীলতা হারালে পরিণতি চরম হতে পারে।


প্রথম প্রথম মনে হত দুজনের প্রচুর মিল। কিন্তু এখন দেখছেন বেশিটাই অমিল। পার্থক্য এমন জায়গায় পৌঁছেছে যে অধিকাংশ সময়ই পাশাপাশি থেকেও চুপ থাকেন। বলার মতো কথা খুঁজে পান না। এমনটা হলে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে দ্বিতীয় বার ভাবুন৷ কারণ সম্পর্কে উষ্ণতা বজায় রাখতে কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।


একসঙ্গে রয়েছেন, ঘুরছেন, সময় কাটাচ্ছেন অথচ ভবিষ্যতের পরিকল্পনা করতে কেউই ইচ্ছুক নন। তাহলে এই সম্পর্ক বেশি দূর হয়তো এগোবে না।


সম্পর্ক কি অভ্যাসে পরিণত হয়েছে? থাকতে হচ্ছে তাই একে অপরের সঙ্গে রয়েছেন? রুটিনের মতো জীবন কাটাচ্ছেন? যদি একসঙ্গে চেষ্টা করে আবার উত্তেজনা ফিরিয়ে আনতে না পারেন তাহলে কিন্তু অবসাদে ভুগতে পারেন। যে সম্পর্ক আনন্দ দেয় না তা নির্ভরতা ও অভ্যাসের কারণ টিকিয়ে রাখা গেলেও অবসাদ আসা স্বাভাবিক।