অস্ট্রেলিয়ার এক ব্যক্তি অদ্ভুত সমস্যায় পড়েছেন। তার পায়ের একাংশ ক্রমে নষ্ট হয়ে যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন বিরল প্রজাতির এক ব্যাকটেরিয়া তার পায়ের মাংস খেয়ে নিচ্ছে। এ কারণেই এমন সমস্যায় পড়েছেন তিনি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
মাংসখেকো এ ব্যাকটেরিয়া তার পায়ের একাংশে এমনভাবে আক্রমণ করেছে যে তা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। আর এ ধরনের ঘটনা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতেও বিরল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে শুধু তিনিই নন, এ ধরনের আরও একজন রোগীর সন্ধান পাওয়া গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
৫৭ বছর বয়সী সে পুরুষের পায়ের পেছনের অংশে এ ব্যাকটেরিয়া আক্রমণ করেছে। আর অন্য একজন নারীর পায়ের হাঁটুর নিচের অংশে এ ব্যাকটেরিয়া আক্রমণ করেছে।
উভয়ের দেহেই মাংসখেকো এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকরা বলছেন, অস্ট্রেলিয়ায় প্রতি বছর এ ধরনের কিছু রোগী পাওয়া যায়। এক্ষেত্রে যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কোনো কারণে নষ্ট হয়ে যায় কিংবা ডায়াবেটিসের মতো সমস্যা থাকে তারা বেশি ঝুঁকিপূর্ণ।