পাঁচ টিপসে গড়ে নিতে পারেন নিজের নতুন ক্যারিয়ার

লাইফ স্টাইল January 17, 2017 1,622
পাঁচ টিপসে গড়ে নিতে পারেন নিজের নতুন ক্যারিয়ার

অনেকদিন একই পেশায় রয়েছেন। নিজের কাজ নিয়ে সন্তুষ্ট নন। অনেক হয়েছে, লেগে পড়ুন নতুন অভিযান থুড়ি পেশায়। তবে পেশা বদলানোর আগে আমাদের পাঁচটি সহজ টিপস মাথায় রাখুন—


১) পুরনো চাকরি ছাড়ার কারণ: কেন চাকরি ছাড়তে চলেছেন, সেই সম্পর্কে নিজের ধ্যান-ধারণা স্পষ্ট হওয়া প্রয়োজন। চাকরির বেতন নাকি নিজের সন্তুষ্টি— কোন কারণ তা একান্তে খুঁজে বের করতে হবে আমাদেরই। নতুন চাকরিতে যোগ দেওয়ার আগেও মনে রাখতে হবে, পরিবেশ, পরিস্থিতি কিন্তু অনেকটাই আলাদা হবে আগের তুলনায়। নতুনভাবে নিজেকে অভিযোজিত করতে আপনি প্রস্তুত তো?


২) বর্তমান দায়বদ্ধতা: অনেক সময়ই চাকরির নির্দিষ্ট চুক্তির সময়সীমা থাকে। সেই সময় পেরোনোর আগেই পুরনো চাকরি ছাড়তে হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি। নিজেই ঠিক করে নিন, সন্তানেরর পড়াশুনো, চিকিৎসা, স্ত্রীর বায়নাক্কা, মাসিক খরচের নিয়মিত ধাক্কা সামলে এই নতুন ঝক্কি সামলাতে আপনি কতটা তৈরি।


৩) সাফল্যের সম্ভাবনা: অন্যের পেশা পরিবর্তন দেখে উৎসাহিত হয়ে পথ বদলাতে চাইছেন। তবে সাবধান, অন্যেরা সাফল্যের মুখ দেখলেও আপনিও যে সেই স্বাদ চাখতে পারবেন, তা কিন্তু নিশ্চিত নয়। নিজের সীমাবদ্ধতা, স্কিল বুঝে তবেই অজানার পথে পা বাড়ান।


৪) প্ল্যান-বি তৈরি রাখা: নতুন পেশাতেও ঠিক মত মানিয়ে নিতে পারবেন কি না, সেই সম্পর্কে অনেকেরই সংশয় থাকে। তবে সেই পরিস্থিতির জন্য আগেভাগেই প্ল্যান-বি তৈরি রাখুন। বিপদে কাজে আসবে।


৫)আত্মবিশ্বাস: সমস্ত পরিকল্পনা, উদ্যোগ ব্যর্থ হয়ে যেতে পারে, যদি আপনার কাছে আত্মবিশ্বাসটাই না থাকে। উদ্যম আর আত্মবিশ্বাস— এই জোড়া গুণ যদি থাকে, তাহলে চাইলে এভারেস্টও জয় করতে পারেন আপনি।


সূত্রঃ এবেলা