পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা গঙ্গাসাগর মেলা। এ মেলায় যোগ দিতে আগে থেকেই সাধুরা এসে ভিড় জমান হুগলি নদীর বাবুঘাট চত্বরে। কয়েকটা দিন কাটিয়ে তারা যোগ দেন গঙ্গাসাগরের মেলায়। এই মেলার জন্য প্রচুর নাগাসাধুরও আবির্ভাব হয় এখানে।
শুধু এ মেলাই নয়, সব তীর্থস্থানেই দেখা যায় সাধুদের ভিড়। আর সব সাধুদের গা অবশ্যই ছাই মাথানো থাকে। সাধুরা গায়ে ছাই মাখেন কেন?
বিজ্ঞান বলে, সাধুরা গায়ে ছাই মাখেন তার কারণ, তাতে ঠাণ্ডা কম লাগে। এজন্যই হাড় হিম করা ঠাণ্ডাতেও সাধুরা দিব্যি কিছু গায়ে না দিয়ে কাটিয়ে দেন।