৫৭ টাকা ইজিলোডে ‘গুনগুন’ সেবা পাবেন রবি গ্রাহকরা!

Robi Axiata January 11, 2017 1,961
৫৭ টাকা ইজিলোডে ‘গুনগুন’ সেবা পাবেন রবি গ্রাহকরা!

রবি গ্রাহকরা ইজিলোডের মাধ্যমে ৫৭ টাকা রিচার্জ করে এক মাসের জন্য ‘গুনগুন’ ও ‘আমার গুনগুন’ সেবা উপভোগ করতে পারবেন।


এছাড়া বছরজুড়ে উভয় সেবায় একটি নির্দিষ্ট গান ব্যবহার করার সুযোগ থাকছে।


মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপারেটরটি জানায়, অফারটি গ্রহণ করার পর বোনাস হিসেবে ‘গুনগুন’ ও ‘আমার গুনগুন’ সেবা চালু হয়ে যাবে এবং রিচার্জের ৫৭ টাকাই ফি হিসেবে গ্রহণ করা হবে।


কেউ একই বান্ডলের জন্য আবারও রিচার্জ করলে, অফারটি ইতোমধ্যে তিনি গ্রহণ করেছেন বলে জানিয়ে দেওয়া হবে।


‘গুনগুন’ ও ‘আমার গুনগুন’ সেবাটি মেয়াদ শেষে পুনরায় চালু করার ক্ষেত্রে গ্রাহকের অনুমতি নেওয়া হবে।


অফারের মেয়াদ শেষ হওয়ার আগে আউট-বাউন্ড ডায়ালিং (ওবিডি) বা এমএসএস’র মাধ্যমে সেবাটি পুনরায় চালু করার জন্য অনুরোধ করা হবে বলে জানায় রবি।


এক বছরের জন্য যে গানটি বিনামূল্যে অফার করা হবে তা নির্দিষ্ট থাকবে এবং ‘গুনগুন’ ও ‘আমার গুনগুন’ উভয় সেবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বাজার চাহিদা অনুযায়ী ইজিলোড বান্ডলের আওতায় যে গানগুলো অফার করা হয়েছে তাতে পরিবর্তন আসতে পারে বলে জানায় রবি।