যুথির বাসায় বেড়াতে এসেছে পাশের বাসার নিলীমা-
যুথি : আপা নেন, চানাচুর খান।
নিলীমা : চানাচুরটা তো বেশ মজা, টেস্টটাও অন্যরকম। কোন কোম্পানির?
যুথি : আর বলবেন না, গতকাল সিরিয়ালটা দেখতে দেখতে ভুলেই গেছিলাম যে চুলায় ম্যাগি নুডলস বসিয়ে এসেছি। নাটক শেষ হলে রান্নাঘরে গিয়ে দেখি, নুডলসের পানি শুকিয়ে চানাচুর হয়ে গেছে!