গুগল ভয়েসের নতুন সংস্করণ আসছে

বিবিধ টেক January 11, 2017 2,136
গুগল ভয়েসের নতুন সংস্করণ আসছে

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল তাদের ভয়েস সেবায় নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে। গুগল ভয়েসের ওয়েবসাইটে প্রকাশিত একটি ব্যানারে সেবাটির নতুন সংস্করণের কথা ঘোষনা করা হয়েছে।


ব্যানারটিতে বলা হয়েছে, এখানে নতুন গুগল ভয়েস। সেখানে ট্রাই নাউ বাটনও যুক্ত করা হয়েছে। তবে বর্তমানে এই বাটনটি কাজ করছে না। বাটনটি ক্লিক করলে ওয়েবসাইটটি রিলোড হয়ে আগের গুগল ভয়েস সার্ভিস দেখাচ্ছে।




নতুন এই ব্যানারটির মাধ্যমে ধারণা করা যাচ্ছে, গুগল নতুন সংস্করণের ভয়েস সার্ভিস আনছে। গত কয়েক বছর ধরেই গুগল ভয়েসে বড় কোনো আপডেট আসেনি।


সার্চ ইঞ্জিন জায়ান্টটি সম্প্রতি ঘোষনা করে, এখন গুগল হোম ব্যবহারকারীরা ডিভাইসটির মাধ্যমে নেটফ্লিক্স স্ট্রিম করতে পারবে। একটি ভয়েস কমান্ডের মাধ্যমে ডিভাইসটি পরিচালনা করা যাবে। যেমন- ওকে গুগল, প্লে অন নেটফ্লিক্স অন মাই টিভি বললেই টেলিভিশনে নেটফ্লিক্স চালু হবে। রিমোট কন্ট্রোলার ছাড়াই কোনো অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখতেও ভয়েস কমান্ড ব্যবহার করা যাবে।