ধাতবে পড়া মরচে তুলে ফেলুন এক নিমিষেই!

টুকিটাকি টিপস January 9, 2017 957
ধাতবে পড়া মরচে তুলে ফেলুন এক নিমিষেই!

ধাতবের জিনিসপত্রে সহজেই মরচে পড়ে। সাধারণত মরচে পড়া জিনিস ব্যবহার করতে ইচ্ছা করে না। শেষ পর্যন্ত তা ফেলে দিতে হয়। তবে কি ধাতবের জিনিসপত্র ব্যবহার ছেড়ে দিতে হবে! একদমই না, বরং সহজ কিছু উপায় জানতে হবে মরচে দূর করার।


মরচে তোলার সবচেয়ে সহজ উপায় রান্নাঘরেই পায়ে যাবেন। আর তা হল আলু। আলুতে অক্সালিক অ্যাসিড থাকে যা মরচে তুলতে সাহায্য করে। মোটা স্লাইস করে কাটা আলুর উপরে লবণ দিয়ে নিয়ে তা দিয়ে মরচে পড়া অংশ ঘষে নিলেই মরচে উঠে যাবে।


রান্নাঘরের ব্যবহার্য জিনিপত্র ও অন্যান্য ধাতবের জিনিস থেকে মরিচা তুলতে পরিমাণমতো লেবুর রসের সাথে তিন টেবিল চামচ লবণ মিশিয়ে পেস্ট বানিয়ে মরচে পড়া অংশে লাগিয়ে দুই ঘণ্টা রেখে পরে ঘষে তুলে ফেলুন।


ভিনেগার মরচে দূর করার সবচেয়ে ভালো উপাদান। মরচে পড়া জিনিসগুলো কিছুক্ষণ ভিনেগারে ডুবিয়ে রেখে একটি পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করুন। দেখবেন সহজেই মরিচা উঠে যাচ্ছে।


গাড়ির পার্টস, যন্ত্রপাতি বা অন্যান্য জিনিসপত্রের মরচে সহজে তুলতে বেকিং সোডা পানিতে মিশিয়ে ঘন পেস্ট বানান। এই পেস্ট মরচের উপরে লাগিয়ে একটু ভেজা থাকতেই ঘষে তুলে ফেলতে হবে।


উপরের দেওয়া টিপসগুলো মাথায় রেখে ঝকঝকে রাখুন পছন্দের ধাতবের জিনিসপত্র।