• ছ্যাঁকাখোর : সব ভুলে যাব। দেখি নতুন করে কাউকে পাই কিনা!
• ছলনাময়ী : মেকআপ নতুন স্টাইলে নিতে হবে!
• গৃহিণী : নতুন কিরণমালা সিরিয়াল বের হবে কিনা দেখি!
• ফাঁকিবাজ ছাত্র : নতুন ক্লাশে স্যার এর সঙ্গে ভাব করা যায় কিনা দেখি!
• ফকির : কৃপণের হায়াত এক বছর কমলো বলে!
• চাকরিজীবী : আবারও নতুন স্কেল চাই!
• ব্যবসায়ী : নতুন বছরে নতুন অপার!
• বেকার : নতুন জুতা কিনতে হবে!
• লেখক : নতুন প্রকাশক ধরুম!
• শিক্ষক : নতুন বছরে প্রাইভেট ফি ১০০ বাড়াতে হবে!
• চোর : এই পেশা থেকে প্রোমোশন নিমু!
• ঘুষখোর : নতুন হার নির্ধারণ করতে হবে!