ভারতের উত্তরপ্রদেশের চন্দোলিতে এক নারীর পেট থেকে বের করা হয়েছে প্রায় ১৫০টি কেঁচো। প্রায় একমাস ধরে পেটের ব্যথায় ভুগছিলেন তিনি। অবশেষে চিকিৎসকদের সফল অপারেশনের পর এখন সেই মহিলা সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
উত্তরপ্রদেশে মোগলসরাই জেলার নতুন বস্তির বাসিন্দা দিলশাদ আহমেদের স্ত্রী নেহা বেগমের পেটে ব্যথা শুরু হয়। তার আত্মীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার আলট্রাসাউন্ড করা হলে জানা যায়, তার পেটে শ’খানেকের বেশি কেঁচো রয়েছে। দু’দিন পর শনিবার চিকিৎসকেরা চার ঘণ্টা ধরে অপারেশন করে মোট ১৫০টি কেঁচো বের করেন তার পেট থেকে।
শাক-সব্জিতে অনেক সময় কেঁচোর ডিম থাকে৷ এই শাক-সব্জি ভালো করে না ধুয়ে, ভালো করে সিদ্ধ না করলে, তার থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সেই মহিলা নারী এখন পুরোপুরি সুস্থ রয়েছেন এবং তাকে খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে জানানো হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে৷