সীমিত হচ্ছে গুগল হ্যাংআউটের সেবা

ইন্টারনেট দুনিয়া January 8, 2017 1,842
সীমিত হচ্ছে গুগল হ্যাংআউটের সেবা

কয়েক মাস আগে গুগল তাদের নতুন মেসেজিং অ্যাপ অ্যালো উন্মোচন করেছে। কিন্তু অপর সেবা গুগল হ্যাংআউট বন্ধ করার পরিকল্পনা নেই জানিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। তবে অ্যালোকে জনপ্রিয় করতে এবং হ্যাংআউটকে বাণিজ্যিক সেবা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।


এমনকি বর্তমানে নতুন অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে হ্যাংআউটের পরিবর্তে অ্যালো প্রি-ইনস্টল করে দিচ্ছে গুগল। হ্যাংআউট বন্ধ না করলেও থার্ড পার্টি অ্যাপসের জন্য হ্যাংআউটের এপিআই সেবা বন্ধ করে দেওয়া হবে। আগামী ২৫ এপ্রিল থেকে এই এপিআই কাজ করবে না।




গুগলের এই নতুন পদক্ষেপ মানে ঐ সময়ের পরে অন্য কোনো অ্যাপ গুগল হ্যাংআউট ব্যবহার করতে পারবে না। হ্যাংআউট মূলত মিটিং টুলস হিসেবে ব্যবহার হবে, যা এন্টারপ্রাইজ সেবা হিসেবে প্রতিষ্ঠা করবে গুগল।


তবে ডায়ালপ্যাড, রিংসেন্ট্রালের মতো কিছু অ্যাপ যেগুলো কল ডায়াল করার জন্য ব্যবহৃত হয় সেগুলোতে হ্যাংআউট সেবা বন্ধের পরিকল্পনা নেই। এছাড়া এন্টারপ্রাইজ কমিউনিকেশন টুলস যেমন স্ল্যাক, টুলবক্স, কন্ট্রোল রুম ও ক্যামেরাম্যানে কাজ করবে হ্যাংআউট।-টেকশহর