যেসব কারণে সিগারেট খাবেন না!

মজার সবকিছু January 6, 2017 2,761
যেসব কারণে সিগারেট খাবেন না!

v সিগারেট খেলে কিডনির ক্ষতি হয়। সময়ে অসময়ে কিডনি নষ্টও হয়ে যেতে পারে। আর নষ্ট কিডনি দিয়ে কিন্তু কখনোই আইফোন সেভেন কিনতে পারবেন না!


v ধূমপানে বিষপান—এটা সবাই জানে। কিন্তু এটাও জানা উচিত যে, আজকাল বিষেও ভেজাল থাকে। আর জেনেশুনে ভেজাল কেন খাবেন বলুন!


v সিগারেটই কিন্তু আপনার কালো ঠোঁটের জন্য দায়ী। আর কালো ঠোঁটে স্ত্রী মশারা আলতো ছোঁয়া দিলেও আর কেউ কিন্তু দিবে না!!


v সিগারেট খেলে মুখে গন্ধ হয়। আর লোকমুখে শোনা যায় যার মুখে গন্ধ, তার ভোট বন্ধ! অতএব ভবিষ্যতে নির্বাচন করার ইচ্ছা থাকলে এখনই ছেড়ে দিন সিগারেট!


v ধূমপায়ীরা নাকি খাবারের স্বাদ ও গন্ধ নিতে পারে না। আর সেটা যদি নাই পারে তাহলে ম্যাংগো জুসের বদলে কুমড়ার রস খাইয়ে দিলেও কিন্তু বেচারা টের পাবে না।


v জীবহত্যা মহাপাপ। আপনার সিগারেটের ধোঁয়ায় কতশত অনুজীব দম বন্ধ হয়ে মারা যাচ্ছে সে খবর রাখেন! আপনার নিজের জীবনের দাম নাও থাকতে পারে তাই বলে কি কীটপতঙ্গেরা মানুষ নয়!


v সিগারেটের মাধ্যমে দুইশ গ্যাস শরীরের ভিতর ঢোকে। এত্তগুলো গ্যাস শরীরের ভিতর না ঢুকিয়ে দু-চারটা কার্যকরী গ্যাস দিয়ে দিনের রান্নাবান্না সেরে নিলেই তো হয়!


v সিগারেট খেতে খেতে একসময় আপনার বুক ঝাঝরা হয়ে যাবে। আর ঝাঝরা বুক নিয়ে ভালোবাসা পাবেনও না, দিতে পারবেনও না!


তথ্যসূত্রঃ ইন্টারনেট