লাচ্ছিতে টিকটিকি

পাঁচমিশালী কৌতুক January 5, 2017 2,222
লাচ্ছিতে টিকটিকি

এক লোক এক বাসায় গিয়ে পানি চাইল...


বাচ্চা : পানি নেই। লাচ্ছি চলবে?


লোক : অবশ্যই। অনেক শুকরিয়া।


লোকটি ৫ গ্লাস লাচ্ছি পর পর খেয়ে জিজ্ঞেস করল...


লোক : তোমাদের বাসায় কেউ লাচ্ছি খায় না?


বাচ্চা : জী খায়। কিন্তু আজ লাচ্ছিতে টিকটিকি পড়ে গেছে তো তাই কেউ খায়নি!


এ কথা শুনে লোকটির হাত থেকে গ্লাস পড়ে গেল!


বাচ্চা : আম্মু, ইনি গ্লাস ভেঙে ফেলেছেন! এখন কুকুরে দুধ খাবে কিসে!