★ বছরে দুই-দুইটা ঈদ গেল, অথচ ঈদের আগে অথবা পরে কোনো রাজনৈতিক দলের আন্দোলনের পাওয়া গেল না।
★ দেশ ও জাতির যাবতীয় সিরিয়ালখোরদের আবেগে ভাসিয়ে হারিয়ে গেছে স্টার জলসার কিরণমালা সিরিয়াল।
★ শিকারী সিনেমার মাধ্যমে আমরা হারিয়েছি নাদুস-নুদুস শাকিব খানকে...
★ বায়োমেট্রিক পাস না করতে পারার ফলে আমরা এবছর হারিয়েছি ডজন ডজন ‘সিম কার্ড’
★ ৩০০ টাকা দামের এনার্জি লাইট বোধ হয় হারিয়েই গেল এ বছর থেকে, কারণ ৩০০ টাকার বাল্ব ১০০ টাকা হয়ে গেছে!
★ জাতীয় দলে এসেই আর কখনোই না আসার প্রতিশ্রুতি দিয়ে গেছেন মোশাররফ রুবেল।
★ যুব সমাজ হারাল দুষ্টুমির স্বাধীনতা! কড়া নজরদারি চলছে, সব জায়গায় প্রবেশ নিষেধ সাইনবোর্ড!
★ সৌম্য সরকারের ফর্ম কোথায় যেন হারিয়ে গেছে গত বছর।