মেয়েদের মুখের ১৫টি কথা, যার প্রকৃত অর্থ পুরুষরা বোঝে না!

লাইফ স্টাইল December 30, 2016 1,604
মেয়েদের মুখের ১৫টি কথা, যার প্রকৃত অর্থ পুরুষরা বোঝে না!

নারী চরিত্র বোঝায় কঠিন, কিছুই বুঝতে পারবে না।! এই বাংলা গানটির চেয়ে নারীদের মুখে এমন কিছু কথা শোনা যায় প্রকৃত অর্থ বোঝা সত্যিই কঠিন। সত্যি খুবই দুঃসাধ্য। সে চেষ্টা করে এসেছেন সাহ্যিতিক থেকে শুরু করে বড় বড় মনিষী সকলেই। কিন্তু বুঝে উঠতে পারেননি। তেমনি নারীদের মুখের ১৫টি কথা আজ জানানো হচ্ছে, যার অর্থ পুরুষরা কখন বোঝে না।


‘থ্যাংকস’: ‘থ্যাংকস’ মানে থ্যাংকসই। আবার কী!


‘যাক গে’: সোজা কথায় এই ‘যাক গে’ আপনার পক্ষে বিপদসংকেত।


‘দু’মিনিটে আসছি’: এই ‘দু’ মিনিট’-এর অর্থ আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা, যা খুশি হতে পারে।


দীর্ঘশ্বাস: সোজা বাংলায় মেয়েদের দীর্ঘশ্বাসের অর্থ দাঁড়ায়, ‘তোমার এই হাঁদামো সহ্য করতে আমার মোটেই ভাল লাগছে না।’


‘যা ভালো বোঝো’: কি যে সে ভালো বুঝলো, না আমি বুঝলাম! না সে বোঝালো!


‘যা বলছি, শুনছো কি?’: এর অর্থ, সোজা কথায়, শোনা ছাড়া আপনার সামনে আর উপায় নেই।


‘আমি কিছু মনে করিনি’’: এর অর্থ ‘ভীষণভাবে আহত হয়েছি আমি।’


‘বেশ’: এর মানে ঝগড়া শেষ, আর আপনি তাতে হেরে গিয়েছেন।


‘খুব ভাল হয় যদি...’: ‘যদি’ বলা হলেও আসলে নিঃশর্তভাবে কোনও কাজ করতে বলছেন মেয়েটি।


‘হতে পারে’: এর মানে নিঃসন্দেহে ‘না’।


‘হ্যাঁ’: অধিকাংশ ক্ষেত্রেই এর মানে ‘না’। কোন ‘হ্যাঁ’ মানে ‘হ্যাঁ’আর কোন ‘হ্যাঁ’ মানে ‘না’ তা অবশ্য বুঝে ওঠা কঠিন।


‘না, ঠিক আছে’: এর মানে ঠিক উল্টোটা। অর্থাৎ কিছুই ঠিক নেই।


‘তোমার ইচ্ছে হলে তুমি যাও’: এর অর্থ, ‘ভুল করেও যাওয়ার কথা ভাববেন না।’


‘আমাকে কি মোটা লাগছে?’: এর অর্থ ‘তুমি কি আমাকে বিশ্রী মনে করো?’। এর উত্তরে, বলা বাহুল্য, ‘না’ বলাই বুদ্ধিমানের কাজ।


‘কিছু না’: মেয়েরা যখন কোনও কথার উত্তরে ‘‘কিছু না’’ বলেন তখন আসলে বুঝতে হবে ‘অনেক কিছু’, শুধু তাই নয়, ব্যাপার অতি গুরুতর।