অনেক কিছু চেনে না

পাঁচমিশালী কৌতুক December 30, 2016 1,400
অনেক কিছু চেনে না

মন্টু একটি জাদুঘরে দর্শনার্থীদের গাইডের চাকরি পেয়েছে। কিন্তু সমস্যা হলো, দর্শনার্থীদের সবকিছু চিনিয়ে দেবে কী, বেচারা নিজেই অনেক কিছু চেনে না!


একবার বিদেশি কিছু দর্শনার্থী এল। দর্শনার্থীদের জাদুঘর ঘুরে দেখাতে দেখাতে মন্টু এক সময় হাজির হলো একটি কঙ্কালের সামনে। হাসিমুখে মন্টু বলল...


মন্টু : এই যে কঙ্কালটা দেখছেন, এটা সম্রাট অরহরের! জিঞ্জিরাবাজার যুদ্ধে তিনি শহীদ হন!


এক দর্শনার্থী পায়ে পায়ে গিয়ে দাঁড়ালেন অন্য একটা ছোট কঙ্কালের সামনে। মন্টুকে জিজ্ঞেস করলেন...


দর্শনার্থী : এটা কার কঙ্কাল?


মন্টু : এটাও সম্রাট অরহরের কঙ্কাল। তবে এ সময় তিনি ছোট ছিলেন!