জানেন আমি কে

পাঁচমিশালী কৌতুক December 29, 2016 1,620
জানেন আমি কে

ভদ্রলোক : দাদা, এই বস্তাটা একটু ধরেন! একটু আসতেছি!


পথিক : মানে! আমি বস্তা ধরবো ক্যান?


ভদ্রলোক : তো ধরলে কী হইছে?


পথিক : আপনি জানেন আমি কে?


ভদ্রলোক : কে আপনে?


পথিক : আমি হইলাম এই এলাকার নেতা।


ভদ্রলোক : তাতে কী হইছে? আমি তো আপনারে অবিশ্বাস করতাছি না।