আব্বুর বন্ধু আব্বু

ছেলে ও মা কৌতুক December 29, 2016 2,799
আব্বুর বন্ধু আব্বু

বাসায় মেহমান এসেছে। ছোট্ট রোমানের মা রোমানকে ডেকে বলল...


মা : ইনি তোমার আব্বুর বন্ধু।


রোমান : আব্বু, কেমন আছেন?


মা : ছি, বাবা! উনি তোমার আব্বু না, আংকেল হন।


রোমান : এহ! সেদিন চাচার বন্ধু এল। তুমি বললা চাচার বন্ধু চাচা হয়। তাহলে আব্বুর বন্ধু তো আব্বুই হয়!