৪ বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল স্বামী

ভয়ানক অন্যরকম খবর December 27, 2016 2,216
৪ বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল স্বামী

ভারতের উত্তরপ্রদেশের বিজনৌরে মদ্যপ অবস্থায় চার বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল স্বামী। এ ঘটনার জেরে স্বামী ও তার বন্ধুদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী।


নির্যাতিতা স্ত্রী জানিয়েছেন, স্বামীর সঙ্গে বিজনৌর জেলার ধামাপুর গ্রামের একটি বাড়িতে ছিলেন তিনি। রবিবার রাতে হঠাৎ মদ্যপ অবস্থায় চার বন্ধুকে নিয়ে সেখানে হাজির হয় সে।


জোর করে স্ত্রীকে বন্ধুদের সঙ্গে একটি ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। এদিকে ঘরের মধ্য ওই নারীর ওপর চড়াও হয় ওই চারজন। সকলে মিলে তাকে গণধর্ষণ করে।


তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজ চলছে।


- বিডি প্রতিদিন