এক ডিপ সী ড্রাইভার স্কুবা গিয়ার পরে পানির ৩০ ফুট যাবার পর দেখল, একজন তার সমান দূরত্বে ভাসছে কিন্তু তার কোন ইকুইপমেন্ট পরা নেই। সে আরো ২০ ফুট নিচে গিয়ে অবাক হয়ে খেয়াল করল, লোকটা তাকে ফলো করে আসছে।
সে ওয়াটারপ্রুফ বোর্ডে লিখল, তুমি ড্রাইভিংয়ের সামগ্রী ছাড়া কিভাবে এতদূর আসছো?
লোকটি বোর্ডে লিখে উত্তর দিল, গাধা, আমি ডুবে যাচ্ছি। আমাকে বাঁচাও।