নিশ্বাসে মানুষের মৃত্যু

ছেলে ও মা কৌতুক December 26, 2016 2,402
নিশ্বাসে মানুষের মৃত্যু

সংবাদপত্রে এসেছে, ‘একটি জরিপে দেখা গেছে যে, একজন মানুষ যখনই নিশ্বাস ফেলছে; তখনই পৃথিবীর কোথাও না কোথাও একজন মারা যাচ্ছে।’


এটা পড়ে টনি খুব অবাক হয়ে মাকে বলল...


টনি : মা, আমি যখনই নিশ্বাস ফেলছি, একজন করে মারা যাচ্ছে।


মা : আগেই বলেছিলাম ভালোভাবে দাঁত ব্রাশ করতে।